Sunday, August 26, 2018

thumbnail

চার বছর ধরে সেক্স করার পর জানা গেল স্ত্রী এখনও ‘ভার্জিন’

বেজিং: দিনের পর দিন সন্তানের আশায় রয়েছেন এক দম্পতি। চার বছর কেটে গেলেও সন্তান আসেনি। অবশেষে চিকিৎসকের দ্বারস্থ হন ওই দম্পতি। আর চিকিৎসকের কথা শুনে দু’জনেই হতবাক। সন্তান তো দূরের কথা, স্ত্রী এখনও ভার্জিন। ঘটনাটি ঘটেছে চিনের বিজে শহরে।

হ্যাঁ, দিনের পর দিন ভুল পথে সেক্স করেছে ওই দম্পতি। দু’জনের বয়স ২৪ ও ২৬। কোনোভাবেই গর্ভবতী হচ্ছেন না দেখে চিকিৎসকের কাছে যান তাঁরা। চিকিৎসক পরীক্ষা করতে গিয়ে চমকে যান। চার বছরে কুমারিত্ব হারায়নি মহিলার। চিকিৎসকের কাছে ওই মহিলা এও স্বীকার করে নেন যে, সেক্স করতে গেলে বেশ কষ্ট হত তাঁর।
চিকিৎসক লিউ হংমেই জানিয়েছেন, ”ওই দম্পতির বয়স অল্প ও তারা যথেষ্ট স্বাস্থ্যবান। তা সত্বেও সন্তানের জন্ম দিতে পারছিলেন না তাঁরা। পরিবারের তরফ থেকে চাপো আসতে শুরু করে।” মেডিক্যাল হিস্টরি ঘাঁটতে গিয়ে চিকিৎসক লিউ জানতে পারেন দম্পতি নিয়মিত সেক্স করেন। প্রথমটায় ওই চিকিৎসক ভেবেছিলেন যে মহিলার হয়ত কোনও শারীরিক সমস্যা রয়েছে। কিন্তু, সেটাও নয়। তখন তিনি খতিয়ে দেখে বুঝতে পারেন আসলে দিনের পর দিন অ্যানাল সেক্স করেছে ওই দম্পতি।
এরপর চিকিৎসক তাঁদের সঠিক উপায় জানান। মাস কয়েক পরই দম্পতি গর্ভবতী হওয়ার খবর জানিয়েছে। চিকিৎসক জানান, বিয়ের চার বছর পরও ওই দম্পতি জানত না যে কীভাবে সন্তানধারণ করা যায়। এই ধরনের ঘটনা খুবই বিরল।

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About

Powered by Blogger.

Popular Posts