ঈদের দ্বিতীয় দিন সুনামগঞ্জে কুরবানি হলো ‘রাজাবাবু’, কত মণ মাংস পেল জানেন…
ঈদের দ্বিতীয় দিন- দেশের সবচেয়ে বড় গরু মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ‘রাজাবাবু’ কোরবানি দেওয়া হয়েছে সুনামগঞ্জের ছাতকে।বৃহস্পতিবার ঈদুল আজহার দ্বিতীয় দিন গরুটি কোরবানি দিয়েছেন উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদরগাওঁ গ্রামের মুনসিফ আলী।
মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার দেলুয়া গ্রামের খামারি খাইরুল ইসলাম খান্নু মিয়ার হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এই গরুর উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, বুকের মাপ ১০ ফুট, লম্বায় ৮ ফুট। আর ওজন ৫৫ মণ। গোল্ডেন লাইফ ইনসুরেন্স কোম্পানির চেয়ারম্যান শিল্পপতি মুনসিফ আলী রাজাবাবুকে কিনেছেন সাড়ে ১৮লাখ টাকায়। ঈদের দ্বিতীয় দিন সুনামগঞ্জে কুরবানি হলো ‘রাজাবাবু’, কত মণ মাংস পেল জানেন…
সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি ডা. সেলিম জাহান বলেন, গত মঙ্গলবার (২১-আগস্ট) সাড়ে ১৮ লাখ টাকায় গাবতলী পশুর হাটে রাজাবাবু বিক্রি হয়েছে বলে ওই গরুর মালিক শিল্পপতি ইঞ্জিনিয়ার খাইরুল ইসলাম খান্নুর মেয়ে ইতি আক্তার মোবাইল ফোনে আমাকে জানিয়েছেন।
মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার দেলুয়া গ্রামের খামারি খাইরুল ইসলাম খান্নু মিয়ার মেয়ে অতিযত্নে পালন করেন হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এই গরু। এবারের কুরবানির ঈদে তার গরুই দেশের সবচেয়ে বড় আকারের ও বেশি ওজনের বলে দাবি করেন খান্নু মিয়া। তিনি জানান, দুই বছর আগে সাভার উপজেলার বারাহিরচর এলাকার কৃষক কুদ্দুস মুন্সীর কাছ থেকে তিনি ১৮ মণ ওজনের এই গরুটি চার লাখ ৮০ হাজার টাকায় কেনেন।
কবিরাজঃ তপন দেব’এখানে আয়ুর্বেদী ঔষধের মাধ্যমে নারী ও পুরুষের যাবতীয় গোপন রোগ সহ, যে কোন রোগের চিকিৎসা দেওয়া হয়। এবং দেশেও বিদেশে ঔষধ পাঠানো হয়। যোগাযোগ, ঢাকা খিলগাও, মোবাইল ০১৮২১৮৭০১৭০ ।
ঈদের দ্বিতীয় দিন সুনামগঞ্জে কুরবানি হলো ‘রাজাবাবু’, কত মণ মাংস পেল জানেন… মুনসিফ আলীর ব্যক্তিগত সহকারী মো.শহীদুল ইসলাম শহীদ জানান, মঙ্গলবার ঢাকার গাবতলী থেকে সাড়ে ১৮ লাখ টাকায় রাজাবাবুকে কেনেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাল্টিপ্লান লিমিটেডের চেয়ারম্যান, এনআরডিসিবি কমার্সিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মুনসিফ আলী।
বুধবার রাতে ট্রাকে করে ‘রাজাবাবু’কে সুনামগঞ্জ নিয়ে আসা হয়। ‘রাজাবাবু’র পাশাপাশি আরও ছয়টি গরু কুরবানি দিয়েছেন মুনসিফ আলী।শহীদ আরও জানান, ‘রাজাবাবু’সহ মোট ছয়টি গরুর মাংস হয়েছে ১০২ মণ। এই ছয়টি গরুর মাংসই এলাকার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
রাজাবাবু’র উচ্চতা ছিল ছয় ফুট ৭ ইঞ্চি। বুকের মাপ ১০ ফুট, লম্বায় আট ফুট। আর ওজন ৫৫ মণ। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের খামারি খাইরুল ইসলাম খান্নু মিয়ার মেয়ে অতিযত্নে পালন করেন হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এই গরুটি।
জোড়াগেট খুলনার কুরবানী পশুর বিশাল হাট
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments