Tuesday, September 18, 2018

thumbnail

বাড়িতে ১ মাস একটি অরিজিনাল ময়ূর পালক রাখুন, ভাগ্য কিভাবে বদলে যাবে নিজেই বুঝতে পারবেন না।

বাড়িতে তো আমরা অনেক কিছুই রাখি কিন্তু বাড়িতে একটি ময়ূর পালক রাখলে যে কিভাবে ভাগ্য বদলে যেতে পারে সেটা হয়তো আমরা অনেকেই জানি না ময়ূরের পালক শ্রী কৃষ্ণের খুব প্রিয় একটি জিনিস এটাকে শ্রী কৃষ্ণের মাথার মুকুটে দেখা যায় এমনকি দেবরাজ ইন্দ্র এই ময়ূরের পালকের সিংহাসনে বসে থাকেন আসুন জেনে নেয়া যাক এই ময়ূর পালকের কার্যকারিতা

.আপনি যদি নিজের পরিবারকে সব সময়ে একত্রিত দেখতে চান তাহলে বাড়িতে টি ময়ূরের পালক রেখে দিন এতে আপনার পরিবার সবসময় একসঙ্গে থাকবে, পরিবারে ফাটল ধরবে না 
.ময়ূরের পালক বাড়িতে থাকলে কোনো নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারেনা এবং এই সম্পর্কে একটি প্রচলিত কথা আছে সেটি হল যেই ব্যক্তির কাছে এই পালক থাকে তার কখনো অমঙ্গল হয় না
.ময়ূর পালক সাথে থাকলে আপনি কখনো কোনো কাজে অসফল হবেন না জীবনে একের পর এক সফলতা আসবে . আপনার সন্তান যদি পড়াশোনায় একদম অমনযোগী হয় তাহলে তার পড়ার বইয়ের ব্যাগে একটি ময়ূর পালক রেখে দিন তারপর হাতে-নাতে ফল দেখুন.

. ডায়েরির পাতায় বা পকেটে একটি ময়ূর পালক রেখে দিন, এতে আপনার ওপর থেকে রাহুর প্রকোপ দূরে যাবে
.জীবনে হঠাৎ করে কোনো কষ্ট আসলে ঘর বা বেডরুমের ঈশান কোণে ময়ূর পালক রেখে দিন সবকিছু ঠিক হয়ে যাবে
.ময়ূরের প্রিয় খাদ্য হল সাপ তাই যে স্থানে এই পালক থাকে সেখানে সাপ আসতে পারে না সাপের হাত থেকে বাঁচতে ঘরে একটি ময়ূর পালক অবশ্যই রেখে দিন
. স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রায়ই ঝগড়া অশান্তি লেগে থাকে তাহলে নিজেদের বিয়ের অ্যালবামে লুকিয়ে টি ময়ূর পালক রেখে দিন এতে অশান্তি কমে দাম্পত্য জীবন প্রেম ভালোবাসায় ভরে যাবে
.অনেকেই রাতে ঘুমের মধ্যে ভয়ানক স্বপ্ন দেখে চমকে উঠে, এটি কাটাতে নিজের বালিশের নিচে একটি ময়ূর পালক রেখে দিন তারপর দেখুন ফল

১০.বাড়ির বাস্তুদোষ কাটাতে বাড়ির দরজার সামনে 3 টি ময়ূর পালক লাগান এবং তার নিচে ভগবান গণেশের মূর্তি বা ছবি লাগান বাস্তুদোষ কেটে যাবে
১১.ঘরের দক্ষিণ-পূর্ব দিকে ময়ূর পালক রেখে দিন এতে আপনার কখনো ধন সম্পদের অভাব হবে না ধন-সম্পদে বাড়ি সব সময়ে ভরে থাকবে।
১২.ময়ূর পালক কেনার সময়ে কোনো শুভ দিন দেখে কিনুন এবং এটি খেয়াল রাখবেন পালকটি যেনো ভাঙা না হয়, তাহলে সেটি আপনার জন্য অশুভ হয়ে যাবে.
১৩. এই পালক বাড়িতে আনার সময়ে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম করবেন   
১৪.ময়ূর পালক কখনো নিচে ফেলবেন না এতে আপনার বাড়ির উন্নতি বাধা প্রাপ্ত হবে এবং এমন করার অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করা, যেটি করা একদমই উচিত না
১৫. ময়ূর পালক রাতের বেলা উঠানে ঝুলিয়ে রেখে দিন, এতে নেগেটিভ এনার্জি আপনার বাড়ি থেকে দূরে চলে যাবে
১৬.ময়ূর পালক বাড়িতে থাকলে সমস্ত গ্রহ দোষ কেটে যায়
১৭.যারা মালা যপ করে থাকেন তারা যপের মালার সাথে একটি ময়ূর পালক রাখুন, এতে সিদ্ধি লাভ ঘটবে.
১৮. কেউ যদি আপনাকে ময়ূর পালক দান করে তাহলে আপনার জীবনে সফলতার রাস্তা খুলে যাবে, এমনটা মনে করা হয়
Internet

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About

Powered by Blogger.

Popular Posts