কোনো মেকআপ নেই। অনেকটাই অগোছালো শাড়ি-ব্লাউজ। কপালে লেপ্টে আছে সিঁথির সিঁদুর….
বিয়ের
পরের প্রথম সকালে এভাবেই
স্বামী রাজ চক্রবর্তীর ক্যামেরাবন্দি
হলেন টালিউড সুপারস্টার শুভশ্রী
গাঙ্গুলী। শুক্রবার
প্রায় সারা রাত জাগতে
হয়েছে বর-কনেকে।
ফলে শনিবার বেশ দেরি
করে ঘুম ভেঙেছে তাদের।
ঘুম
থেকে উঠেই ভক্তদের সঙ্গে
বউয়ের ছবি শেয়ার করলেন
রাজ। সোশ্যাল
মিডিয়া টুইটারে ছবিটি শেয়ার করে
পরিচালক রাজ চক্রবর্তী লিখেছেন,
‘গুড মর্নিং লাইফ…।’
শুভশ্রীই
এখন রাজের কাছে জীবনের
আসল অর্থ। সিঁদুরে
রাঙা শুভশ্রীর পরনে ঘরোয়া সাজ। হাতে
লাল শাঁখা, চুরি।
গলায় সোনার হার।
সাদা-লাল শাড়ি, টিপে
সেজে নায়িকা যেন পাশের
বাড়ির মেয়ে। বিছানায়
বসে থাকা শুভশ্রীর কোলে
রয়েছে তার প্রিয় পোষ্য
কুকুর।
১৩
মে রাজ-শুভশ্রীর রিসিপশন। তার
আগে শুভশ্রীর এই ছবিটি আপাতত
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনেকে
ছবিটি নিয়ে অনেক কথা
বললেও বেশিরভাগ মানুষ নবদম্পতিকে দীর্ঘ
দাম্পত্য জীবনের জন্য শুভকামনা
জানাচ্ছেন।
Internet
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments