Thursday, August 30, 2018

thumbnail

গো-মূত্রে স্বর্ণ, দাবি গবেষকদের!

গোমূত্রে সোনা ! শুনে অবাক হচ্ছেন ? অথচ ভারতের গুজরাটের গিরে জুনাগড় কৃষি বিশ্বিদ্যালয়ের বায়োটেকনলজি বিভাগের প্রধান ড. বি এ গোলাকিয়ার নেতৃত্বে এক দল গবেষক এই নিয়ে কাজ করে এমনটাই দাবি করেছেন।
তাদের দাবি জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেস্টিং ল্যাবোরেটরিতে ৪০০ গরুর মূত্রের নমুনা পরীক্ষা এক লিটার মূত্রে ৩ থেকে ১০ মিলিগ্রাম পর্যন্ত সোনা দেখতে পেয়েছেন।
ড. বি এ গোলাকিয়ার ভাষ্য, গো-মূত্র থেকে সোনা বের করা সম্ভব কারণ গোমূত্রের মধ্যে আয়নিত অবস্থায় গোল্ড সল্ট নামের মূল্যবান ধাতুটি রয়েছে। এটি সহজেই পানিতে মিশে যায়। রাসায়নিক পদার্থের সাহায্যে এটি ঘনীভূত করাও সম্ভব। গোমূত্র পরীক্ষা করতে গ্যাস ক্রোমাটোগ্রাফি মাস স্পেকট্রোমেট্রি ব্যবহার করা হয়।
শুধুমাত্র গোমূত্র নয় গিরের মহিষ, ছাগল এবং ভেড়ার মূত্রও পরীক্ষা করা হয়।কিন্তু গোমূত্রেই সোনা দ্রবীভূত অবস্থায় পাওয়া গেছে বলে দাবী গবেষকদের।

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About

Powered by Blogger.

Popular Posts